প্রাগৈতিহাসিক কাল থেকে বহু বিবর্তনের মাধ্যমেই আজকের এই পরিশীলিত সভ্যতা। এই সভ্যতা বির্নিমাণে যা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে, তা হলো শিক্ষা। আত্মিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয় সাধন হলেই শিক্ষা পূর্ণতা পায়। আর এই দুই শিক্ষারই সফল বাস্তবায়নে কামরুজ্জামান স্কুল এন্ড কলেজ কলেজ অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশে মেধাবী ও দক্ষ শিক্ষকের অপ্রতুলতা, আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ শিক্ষাঙ্গনের শূন্যতা, সাজেশন, গাইড ও প্রাইভেট টিউটর নির্ভরতা সমগ্র শিক্ষা ব্যবস্থায় এনেছে গ্রহণের কাল। সেই গ্রহণের কাল থেকে মুক্তির বার্তা নিয়ে নক্ষত্রের বুক চিরে আলোর ঝলকানি সম্ভাবনাকে পুঁজি করেই দৃঢ় প্রত্যয় নিয়ে ২০০৩ সাল থেকে কামরুজ্জামান স্কুল এন্ড কলেজ যাত্রা শুরু করেছে।
MD KAMRUZZAMAN
Principal :
কামরুজ্জামান স্কুল এন্ড কলেজ